ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:30 AM, 18 September 2025.
Digital Solutions Ltd

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন পণ্ড, ৭ নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার

Publish : 01:30 AM, 18 September 2025.
জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন পণ্ড, ৭ নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন পণ্ড হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল কঠোর পদক্ষেপ নিয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা ও কলেজ শাখার সাতজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন— জয়পুরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।

ঘটনার পটভূমিতে জানা যায়, ১৫ আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলের আয়োজন করা হয়েছিল। প্রথমে ৫৪৬ জনের ভোটার তালিকা প্রকাশ করা হলেও কিছু নেতার নাম বাদ থাকায় অভিযোগ ওঠে। পরে ৫৫৩ জনের নতুন তালিকা প্রকাশ করা হয়। এই বিতর্কের কারণে ছাত্রদলের একটি পক্ষ সম্মেলন বয়কটের ডাক দেয় এবং পূর্বরাতে শহরে মশাল মিছিল পরিচালনা করে।

সম্মেলনের দিন সকালে যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে এক পক্ষ কলেজ এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে আরেক পক্ষ মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে পুলিশ সহ সাতজন আহত হন। সংঘর্ষের কারণে সম্মেলন স্থগিত করতে হয়েছে।

জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের কেন্দ্র থেকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় জেলা ও কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে সতর্ক বার্তা গৃহীত হয়েছে এবং একই রকম পরিস্থিতি এড়াতে সমস্ত স্তরে শৃঙ্খলাবদ্ধ কার্যক্রমে গুরুত্ব দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার