ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:53 AM, 18 September 2025.
Digital Solutions Ltd

কবরস্থানে নবজাতক রেখে যাওয়ার ঘটনায় চাঁদপুরে বেসরকারি হাসপাতাল বন্ধ

Publish : 12:53 AM, 18 September 2025.
কবরস্থানে নবজাতক রেখে যাওয়ার ঘটনায় চাঁদপুরে বেসরকারি হাসপাতাল বন্ধ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুর শহরে অবিশ্বাস্য এক ঘটনায় কবরস্থানে জীবিত নবজাতক রেখে যাওয়ার অভিযোগে আলোচনায় আসে তালতলা এলাকার দি ইউনাইটেড হাসপাতাল। এ ঘটনার জেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে। চাঁদপুর পৌর কবরস্থানে দাফনের সময় জীবিত নবজাতক নড়ে ওঠে। স্থানীয়রা সেই মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে সারাদেশে তীব্র ক্ষোভ দেখা দেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নবজাতককে কবরস্থানে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কবরস্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এরপর বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দি ইউনাইটেড হাসপাতালে অভিযান চালান।

অভিযানে হাসপাতালের নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল— চিকিৎসক সংকট, পোস্ট-অপারেটিভ কেয়ারের ঘাটতি, ওটি ও প্যাথলজির নিম্নমান, সঠিক পরিবেশের অভাব এবং নবায়নকৃত কাগজপত্রের অনুপস্থিতি। এসব কারণে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের প্রতিবেদন সিভিল সার্জনের কাছে পাঠানো হবে। তিনি চাইলে হাসপাতালের নিবন্ধন বাতিলসহ আরও কঠোর ব্যবস্থা নিতে পারবেন।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান এবং সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ সব কার্যক্রমও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

একটি অসহায় নবজাতককে কবরস্থানে জীবিত অবস্থায় ফেলে আসার মতো হৃদয়বিদারক ঘটনা শুধু চিকিৎসা ব্যবস্থার অমানবিক চিত্রই তুলে ধরে না, বরং বেসরকারি হাসপাতালগুলোর অনিয়ম আর বেপরোয়া কার্যক্রমের ভয়াবহতাও সামনে নিয়ে আসে। এখন প্রশ্ন— আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা কি এই ধরনের অপরাধ ঠেকাতে পারবে?

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার শিরোনাম চরফ্যাশনের ২০ চরে সুপেয় পানির হাহাকার, শিক্ষা ও নিরাপত্তার চরম সংকট শিরোনাম রাজবাড়ীর নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার শিরোনাম জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন পণ্ড, ৭ নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার শিরোনাম রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে, পু্লিশ একজনকে আটক করেছে