ছবি সংগৃহীত
পিরোজপুরের কাউখালীতে শিয়ালকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে দেয়া মিথ্যা অভিযোগ ও হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর তার চাচাতো ভাই ও তার স্ত্রী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি জানান, তিনি কখনো অভিযোগিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং তিনি ওই ওয়ার্ড থেকে তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
শাহ আলম সেপাই আরও উল্লেখ করেন, এ বছর অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নেননি। প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ করেছেন। মূল বিরোধ জমিজমা সংক্রান্ত, যার জন্য তার চাচাতো ভাই আলাউদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা চলমান রয়েছে।
তিনি বলেন, পূর্বে আলাউদ্দিনের পিতা তার এবং তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছিলেন এবং ওই মামলায় দশ বছর সাজা পেয়েছিলেন। সাবেক ইউপি সদস্যের বক্তব্য, এই বিরোধের প্রেক্ষাপটে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান গাজীর পরামর্শে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সমাজসেবক মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ইউপি সদস্য মেহেদী হাসানসহ শাহ আলম সেপাই-এর পরিবার। তিনি প্রশাসনের কাছে ন্যায্য তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতা কামনা করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News