ছবি সংগৃহীত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবাড়ি গ্রামে র্যাব পরিচয়ে তিনজন ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শ্রমিকদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় তাদের অপর সহযোগিরা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে। ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী, পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার পান বিক্রি করে বাড়ি ফেরার সময় স্থানীয় নিরঞ্জন ঢালীর মুদি দোকানের পাশে পাঁচ-ছয়জন ব্যক্তি র্যাবের পোশাক, পিস্তল ও হ্যান্ডকাপ হাতে তাদের পথরোধ করে। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ চাঁদা দাবি করা হয় এবং শেষপর্যন্ত টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীদের সন্দেহ হলে তারা মোবাইল ফোনে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাটরাগামী ব্রীজে র্যাবের পোশাক পরিহিত তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেকে ভূয়া র্যাব সদস্য হিসেবে স্বীকার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), উত্তর চাঁদত্রিশিরা গ্রামের রমজান মোল্লা (২৮) এবং পূর্ব পয়সা গ্রামের নরত্তোম হালদার (৩৪)।
অপরদিকে শ্রমিকদল তাঁকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করেছে। পুলিশের অভিযানে সহযোগি সুমনসহ অন্যান্যরা হ্যান্ডকাফ, অস্ত্র ও মোটরসাইকেলসহ পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে প্রশাসন একটি স্পষ্ট বার্তা দিয়েছে—দেশে আইন-শৃঙ্খলা ভঙ্গকারী ও ছিনতাইকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News