ছবি সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম মিজানুরকে গ্রেপ্তার করে।
মো. শরীফ আল রাজীব বলেন, “গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালানো হয়। এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
মিজানুরকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো এবং হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “মিজানুরকে আজ আদালতে সোপর্দ করা হবে। আমরা বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করছি এবং সকল অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর থেকে রাজবাড়ীর স্থানীয় জনগণ উদ্বিগ্ন। তাদের মধ্যে অনেকেই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News