ছবি সংগৃহীত
বরিশালের মুলাদী উপজেলায় প্রবাসীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আখিনূর ডাক্তার বাজার এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহাগ দেওয়ানের স্ত্রী। ঘটনার পর শাশুড়ি, ননদ ও দুই দেবর পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের ডাক্তার বাজার এলাকায় ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে পরিবারের লোকেরা আখিনূরকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে সন্ধ্যা ৬টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের বাবা আলমগীর ব্যাপারী অভিযোগ করেন, তার মেয়েকে শাশুড়ি নিলুফা বেগম, ননদ নাছিমা বেগম, দেবর সোহেল দেওয়ান ও সোলায়মান দেওয়ান নির্যাতন করেছেন। নির্যাতনের পর তার মুখে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা আখিনূরের মুখ থেকে গ্যাস ট্যাবলেট বের করেছেন।
অপরদিকে নিহতের ননদ নাছিমা বেগম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, আখিনূর মঙ্গলবার সকালে অসুস্থ ছিলেন এবং বমি করছিলেন। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালে নেওয়া হয়। আখিনূর গ্যাস ট্যাবলেট খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মুলাদী থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News