ছবি সংগৃহীত
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সেমিনারে ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করার দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সেমিনারের মূল প্রবন্ধে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “যে সংবিধান জনগণের মৌলিক চাহিদা ও আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না, সেই সংবিধান আমরা চাই না। আওয়ামী লীগের ফিরে আসা আটকাতে নতুন সংবিধান প্রয়োজন।”
তিনি অভিযোগ করেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ শব্দও ৫৪ বছর ধরে সংবিধানে স্থান পায়নি।
যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, “সংবিধানকে এত কাটাছেঁড়া করা হয়েছে যে এটি এখন বিশ্রি এক কাঠামো। নাগরিক অধিকারের বদলে রাতের আঁধারে ভোটের বৈধতা দেওয়ার সংবিধান আমরা চাই না।”
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নতুন সংবিধান জনগণের গণতন্ত্রকে সুরক্ষা দেবে, বিচার বিভাগকে স্বাধীন রাখবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, “আমরা এমন সংবিধান চাই যা সব শ্রেণি ও সব ধর্মের মানুষের অধিকারকে ধারণ করবে।”
এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ৭২-এর সংবিধান থেকেই ফ্যাসিবাদী কাঠামো শুরু হয়েছিল, যার পরিণতি বাকশাল। তার মতে, একমাত্র মুক্তির পথ হচ্ছে নতুন একটি গণপরিষদ নির্বাচন।
যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন স্পষ্ট করে বলেন, এনসিপি কোনো যুগপৎ আন্দোলনে যাবে না। বরং নিজস্ব কর্মসূচির মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।
অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বর্তমান সংবিধানকে “মৃত” উল্লেখ করে বলেন, “রাজা মারা গেছেন, কিন্তু তার মমিটা দেখিয়ে বলা হচ্ছে জীবিত। বর্তমান সরকারও ধাপ্পাবাজির মাধ্যমে গঠিত।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News