ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:29 AM, 17 September 2025.
Digital Solutions Ltd

হাজারীবাগে ভাড়া বাসায় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Publish : 12:29 AM, 17 September 2025.
হাজারীবাগে ভাড়া বাসায় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সিনথিয়া আক্তার (২৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ থাকলেও নিহতের পরিবার দাবি করছে, তার স্বামী ইব্রাহিম চৌধুরী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঝাউচর বাজার এলাকার আমলা টাওয়ারের অষ্টম তলার বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহতকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, সিনথিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নজরুল ইসলামের মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। প্রায় এক বছর দুই মাস আগে তার বিয়ে হয় ইব্রাহিম চৌধুরীর সঙ্গে। বিয়ের পর থেকে তারা প্রায় ৫-৬ মাস ধরে হাজারীবাগের ওই ভবনে ভাড়া থাকতেন।

নিহতের ভাই মো. রুবেল অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। প্রতিদিন বকাঝকা ও মারধর ছিল নিত্যদিনের ঘটনা। গতকালই সে আমার বোনের বুকে পিস্তল ঠেকিয়ে বলেছিল, তুই গলায় ফাঁস দে, নইলে তোর মা-বাবাকে হত্যা করা হবে। আমরা নিশ্চিত, আমার বোনকে সে-ই হত্যা করে ঝুলিয়ে রেখেছে।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক সংঘাত এবং সামাজিক সহিংসতার কারণে এমন মারাত্মক ঘটনা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য দ্রুত ব্যবস্থা নেবে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার