ছবি সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সিনথিয়া আক্তার (২৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ থাকলেও নিহতের পরিবার দাবি করছে, তার স্বামী ইব্রাহিম চৌধুরী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঝাউচর বাজার এলাকার আমলা টাওয়ারের অষ্টম তলার বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহতকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, সিনথিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নজরুল ইসলামের মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। প্রায় এক বছর দুই মাস আগে তার বিয়ে হয় ইব্রাহিম চৌধুরীর সঙ্গে। বিয়ের পর থেকে তারা প্রায় ৫-৬ মাস ধরে হাজারীবাগের ওই ভবনে ভাড়া থাকতেন।
নিহতের ভাই মো. রুবেল অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। প্রতিদিন বকাঝকা ও মারধর ছিল নিত্যদিনের ঘটনা। গতকালই সে আমার বোনের বুকে পিস্তল ঠেকিয়ে বলেছিল, তুই গলায় ফাঁস দে, নইলে তোর মা-বাবাকে হত্যা করা হবে। আমরা নিশ্চিত, আমার বোনকে সে-ই হত্যা করে ঝুলিয়ে রেখেছে।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক সংঘাত এবং সামাজিক সহিংসতার কারণে এমন মারাত্মক ঘটনা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য দ্রুত ব্যবস্থা নেবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News