ছবি সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বাস ও মাইক্রোবাসের চালক-হেলপারদের মধ্যে মারামারির ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
পুলিশ জানিয়েছে, সকাল ৬টার দিকে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে কয়েকটি মাইক্রোবাসের চাকল-হেলপারদের মধ্যে বিবাদ শুরু হয়। পরে হানিফ পরিবহনের কর্মীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সাতটার দিকে একটি বাস সড়কের মাঝখানে দাঁড় করানো হয়, ফলে দুই মিনিটের পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা সময় লেগে যায়।
ভোগান্তিতে পড়া যাত্রী মো. শাহেদুল হক বলেন, “হানিফ পরিবহনের একটি বাস সড়কের উপর দাঁড় করানো হয়েছে। নতুন ব্রিজ এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে। আমরা এই পরিস্থিতির দ্রুত সমাধান চাই।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী খান জানান, কক্সবাজারগামী কয়েকটি মাইক্রোবাসের চালক-হেলপাররা মারামারির পর পালিয়ে যায়। হানিফ পরিবহনের কর্মীদের সড়ক অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বর্তমানে যানজট দূর হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News