ফল প্রকাশের ৭ কার্যদিবস পর সাময়িক সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা
স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের সাত কার্যদিবস পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাময়িক সনদ সংগ্রহ করতে পারবেন। নিজ নিজ আবাসিক হলের অফিস কক্ষ থেকে এই সনদ তোলা যাবে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবা সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান সহজতর করা হয়েছে। এখন থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হলের অফিস থেকে সাময়িক সনদ পাবেন।’
এতে আরও বলা হয়েছে, ‘সাময়িক সনদ পেতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। ২০২৩ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।’
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News