ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:46 AM, 08 January 2025.
Digital Solutions Ltd

সাবেক এমপি রতনের সম্পদের খোঁজে মাঠে দুদক

Publish : 10:46 AM, 08 January 2025.
সাবেক এমপি রতনের সম্পদের খোঁজে মাঠে দুদক

সাবেক এমপি রতনের সম্পদের খোঁজে মাঠে দুদক

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছেন দুর্নীতি দমন কমিশন (দুদুক)।  

মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরে থাকা তার বাড়িতে গিয়ে সেটির পরিমাপ করেন দুদকের কর্মকর্তারা। এর আগে সোমবার তার গ্রামের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে যান তারা। সুনামগঞ্জ-১ নির্বাচনী আসনটি জেলার ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত।

ঢাকার যুবলীগ নেতা বিতর্কিত ঠিকাদার জি কে শামীমমের সঙ্গে সম্পর্ক, অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রতনকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার বিদেশযাত্রাও নিষেধাজ্ঞা জারি করা হয়। তার বিরুদ্ধে বিদেশে টাকা পাচারেরও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় থাকা রতনের বাড়ি ‘স্পর্শ স্পন্দন ড্রিম হাউজে’ যান দুদকের অনুসন্ধান দলের কর্মকর্তারা। সঙ্গে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও ছিলেন। তারা বাড়িটি পরিমাপ করেন। বাড়িটি পরিমাপ ও রতনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কয়েকজন সদস্যও ছিলেন। সোমবার ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে রতনের বিলাস বহুল বাড়ি ‘হাওর বাংলায়’ গিয়ে সেটির পরিমাপ করা হয়।

অনুসন্ধান দলের সদস্য দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভুঁইয়া জানান, রতনের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ৫ আগস্টের পর আরও কিছু অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক আবদুল মাজেদের নেতৃত্বে চার সদস্যের একটি দল তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে। এ দলের বাকি দুই সদস্য হলেন দুদকের অতিরিক্ত পরিচালক গুলশান আনোয়ার ও উপসহাকারী পরিচালক এলমান আহমেদ।

তিনি আরও জানান, এর আগেও রতনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে অনুসন্ধান হয়েছে। সেগুলোর তথ্য দুদকে আছে। এখন সুনামগঞ্জ, নেত্রকোনো, ময়মনসিংহ এবং ঢাকায় অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে দুদকে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

রতন  ২০০৮ সালে প্রথম নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ এবং ২০১৮ সালেও একইভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।  

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মরুর বুকে বার্সার রূপকথা শিরোনাম বায়িনদিরের বীরত্বে ম্যানইউর বিজয়গাথা শিরোনাম মামলায় আটকা প্রথম বিভাগ হকি শিরোনাম নামে-বেনামে রয়েছে কয়েকশ কোটি টাকা : মাদকরাজ্যের গডফাদার ফারুকের ভাঙা হাট শিরোনাম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : প্রচণ্ড বাতাসে দাবানল আরও ভয়ংকর শিরোনাম খসড়া নীতিমালা চূড়ান্ত : পর্যায়ে ভাতার আওতায় আসছে গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতরা