ছবি সংগৃহীত
ঝালকাঠিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরবাইকে করে ঝালকাঠি শহরের দিকে আসছিলেন মোহাম্মদ সাইদুর রহমান। পথে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেন্ট ট্রি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং গাছের মধ্যে ভেঙে ঢুকে থাকা প্রকৌশলীর হাঁটুর হাড় বের করে হাসপাতালে পাঠান।
দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমানের মৃত্যু নিশ্চিত করেন।
তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।
মোহাম্মদ সাইদুর রহমানের অকাল মৃত্যুতে ঝালকাঠি জেলা পরিষদ এবং প্রকৌশলী সমাজ গভীর শোক প্রকাশ করেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদ কার্যালয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News