প্রাইভেটকারে ছোঁ মেরে ব্যাগসহ নারীকে ছিনতাইঃ ছবি সংগৃহীত
রাজধানীর সিদ্ধেশ্বরীতে ঘটে গেল ভয়ংকর এক ছিনতাইয়ের ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে ভ্যানিটি ব্যাগসহ টেনে নিয়ে গেল ছিনতাইকারীরা।
শনিবার (২৬ এপ্রিল) ভোরে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় শাড়ি পরা এক নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তার হাতে ছিল একটি ভ্যানিটি ব্যাগ এবং পাশে রাখা ছিল বড় একটি ট্রলি ব্যাগ।
হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার এসে সামনে থামে। মুহূর্তের মধ্যে গাড়ির জানালা দিয়ে একজন হাত বাড়িয়ে নারীর ব্যাগ টান মারে। ব্যাগ ধরে রাখার চেষ্টা করতে গিয়ে নারীটি গাড়ির সঙ্গে টেনে হিঁচড়ে রাস্তায় পড়ে যান। কিছুদূর গাড়ির সাথে জড়িয়েই টানা হয় তিনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইয়ের সময় ট্রলি ব্যাগটি মাটিতে পড়ে থাকে। ছুটে আসে আশপাশের কয়েকজন ব্যক্তি। আহত নারী পরে উঠে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং হাতে আঘাতের চিহ্ন দেখান।
এ ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এখনো পর্যন্ত ভুক্তভোগী পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তারা বিষয়টি জানতে পারেন। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। গাড়িটির গতিবিধি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
পুলিশের অনুরোধ, যদি ভুক্তভোগী নারী বা প্রত্যক্ষদর্শীরা কেউ তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে তদন্ত আরও দ্রুত হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News