ছবি সংগৃহীত
নিয়ন্ত্রণরেখায় টানা চতুর্থ রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে পাকিস্তানি সেনারা কুপওয়ারা ও পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় বিনা উসকানিতে গুলিবর্ষণ করে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়।
ভারতীয় বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী দ্রুত ও কার্যকরভাবে জবাব দিয়েছে। দুই পক্ষের এই গোলাগুলিতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে পহেলগামে ভয়াবহ হামলার পর থেকেই সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, উত্তেজনার জেরে পুঞ্চ অঞ্চলে এবারই প্রথম বড় আকারের গুলি বিনিময়ের ঘটনা ঘটল।
ঘটনার তদন্তে চীন, রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা চেয়েছে পাকিস্তান। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, "রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করতে পারে।"
এদিকে, পহেলগামের হামলার পর থেকে ভারতের পক্ষ থেকেও কড়া অভিযান চলছে। সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে প্রায় এক সপ্তাহ পার হলেও প্রকৃত হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিয়ন্ত্রণরেখা জুড়ে টানা গোলাগুলি ও কূটনৈতিক টানাপড়েন নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News