ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:16 AM, 27 April 2025.
Digital Solutions Ltd

জামালপুরে এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষক বরখাস্ত

Publish : 09:16 AM, 27 April 2025.
জামালপুরে এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষক বরখাস্ত

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

জামালপুরের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) জেলার বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার মোট ৭টি কেন্দ্রে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন, ইসলামপুর উপজেলার ৪নং চর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ জন এবং মাদারগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

একই সঙ্গে বকশীগঞ্জ ও ইসলামপুরে দায়িত্বে থাকা ৫ জন শিক্ষক এবং মাদারগঞ্জে আরও ৩ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে আছেন ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের নাছিমা বেগম, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের রুহুল আমিন এবং পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার। মাদারগঞ্জ থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন- আব্দুর রহমান, নাসরিন এবং মাফিজুর রহমান।

মাদারগঞ্জের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, পরিদর্শনকালে অনিয়ম ধরা পড়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘শিক্ষার মান বজায় রাখতে পরীক্ষা পরিচালনায় শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।’’

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘‘দায়িত্বে অবহেলার কারণে পাঁচজন শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে এবং নকলের জন্য চারজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যেন পরীক্ষার পরিবেশ অটুট থাকে।’’

অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পরীক্ষাকেন্দ্রগুলোর ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জেলা প্রশাসন।

শিক্ষার পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন একযোগে নজরদারি ও তদারকি চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "কায়েদ সাহেব হুজুর (রহঃ)-এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী পালন" ‎ শিরোনাম ঝালকাঠিতে সাধু সেজে প্রতারণা: গৃহবধূর স্বর্ণ ও নগদ টাকা উধাও শিরোনাম ঝালকাঠিতে যুবকের লাশ উদ্ধার: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর হতাশায় ভুগছিলেন শিরোনাম ভারতীয় বিক্ষোভের জেরে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা শিরোনাম আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ কেন। শিরোনাম জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি এবার বড়পর্দায় আসতে চলেছে!