ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই আমীর খসরুঃ ছবি সংগৃহীত
সংস্কার প্রস্তাবের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তার বাইরে আর কোনো সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৭ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপির লিয়াঁজো কমিটির মধ্যে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “যে সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছে, জাতির সামনে তা প্রকাশ করা উচিত। এ পর্যন্ত অনেক সময় চলে গেছে। আলোচনার কাজ শেষ হয়েছে। এখন দেশের জনগণ জানতে চায়, কোথায় ঐকমত্য হয়েছে।”
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না। সবাইকে একমত হতে হবে—এমন চিন্তাভাবনা একনায়কতান্ত্রিক। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, আর সেই ভিন্নমত নিয়েই নির্বাচন হবে।’’
বৈঠকে থাকা বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও খসরুর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, “সংস্কার নিয়ে কালক্ষেপণ না করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা এখন জনগণের প্রধান দাবি।”
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, ‘‘সংস্কার নিয়ে কোনো দোটানা চলতে পারে না। যেসব বিষয়ে মতানৈক্য আছে, তা নিরসনের চেষ্টার পাশাপাশি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করতে হবে। নির্বাচন পেছানোর অজুহাত তুলে অনিশ্চয়তা তৈরি করা যাবে না।’’
তিনি উল্লেখ করেন, বিগত ১৬-১৭ বছর দেশের মানুষ ভোটের সঠিক অধিকার পায়নি। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের পর থেকে জনগণ নির্বাচনমুখী প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর দেখতে চায় না জাতি।
বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিজেপির পক্ষে অংশ নেন মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদসহ ১০ সদস্যের প্রতিনিধি দল।
সংবাদ সম্মেলনের শেষে উভয় দলের নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে এবং সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News