ছবি সংগৃহীত
আওয়ামী লীগের শাসনামলে কীভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তা ব্যাখ্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের আট মাস: ভূমিকা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদ ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে নয়, বরং ধর্মনিরপেক্ষতার সঙ্গে প্রতারণার মাধ্যমে কায়েম হয়েছে।’ তিনি দাবি করেন, ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করে, মুক্তিযুদ্ধের আদর্শকে অপব্যবহার করে এবং জনগণের সম্পদ লুটের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ প্রতিষ্ঠার সুপারিশ এক ধরনের প্রতারণা। তার ভাষায়, ‘ধর্মনিরপেক্ষতা বাদ দিলে প্রকৃত বহুত্ববাদ প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ, রাষ্ট্র যদি কোনো ধর্মের পক্ষে পক্ষপাতদুষ্ট হয়, তাহলে বহু ধর্মের সহাবস্থান অসম্ভব হয়ে পড়ে।’
সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাবেরও কড়া সমালোচনা করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, পুঁজিবাদের যেমন নানা ধরন রয়েছে, তেমনি সমাজতন্ত্রেরও রয়েছে। তাই সমাজতন্ত্রকে গণতন্ত্রবিরোধী বলা অবিবেচক সিদ্ধান্ত।
সংস্কার বনাম নির্বাচনের বিতর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আনু মুহাম্মদের মতে, অনেক সংস্কার অন্তর্বর্তী সরকারই করতে পারে। তবে এখন এমন একটি ভ্রান্ত বিতর্ক তৈরি হয়েছে যে, সংস্কারের আগে নির্বাচন প্রয়োজন।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘বিগত সরকারের সময় যেমন আদালতের রায় অনুমান করা যেত, এখনো তাই যাচ্ছে। তাহলে পরিবর্তন কোথায়?’ তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও অজানা গোষ্ঠীর হস্তক্ষেপে এখনো বিচার বিভাগ পরিচালিত হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, গবেষক মাহা মির্জা, চিকিৎসক হারুন-অর-রশিদ, শিক্ষক সামিনা লুৎফা, ছাত্রনেতা ছায়েদুল হক, শ্রমিকনেতা সত্যজিৎ বিশ্বাস, অর্থনীতিবিদ মোশাহিদা সুলতানা ঋতু, সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহ, মানবাধিকারকর্মী সীমা দত্ত, শিক্ষার্থী হেমা চাকমা এবং ফেরদৌস আরা রুমী।
তারা সকলেই শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শ্রমিক অধিকার, হরিজন ও পাহাড়ি জনগোষ্ঠীসহ বিভিন্ন খাতে সংকট ও পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News