ছবি সংগৃহীত
আজ ২৯ এপ্রিল — বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল ও বিভীষিকাময় দিন। ১৯৯১ সালের এই দিনে দেশের উপকূলীয় অঞ্চলগুলোয় আঘাত হানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ প্রাণ হারান, আর ঘরহারা হন প্রায় ১ কোটি মানুষ।
সেদিনের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। গাছের ডালে ঝুলে থাকা মানুষের নিথর দেহ, সর্বত্র লাশের স্তুপ আর কান্নার রোল পুরো দেশকে পরিণত করেছিল এক মৃত্যুপুরীতে। বিশ্ব বিবেক কেঁপে উঠেছিল বাংলাদেশকে ঘিরে সেই করুণ চিত্র দেখে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালীসহ অনেক এলাকা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। হাজার হাজার পরিবার হারায় তাদের প্রিয়জন, ভেঙে পড়ে জীবন-জীবিকার সব ভরসা।
ভয়াল ২৯ এপ্রিল শুধু একটি দিন নয়, এটি বাংলাদেশের সংগ্রাম, মানবিক বিপর্যয় এবং টিকে থাকার অদম্য চেতনার প্রতীক। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল শহীদদের, যারা প্রকৃতির নির্মমতায় প্রাণ হারিয়েছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News