ছবি সংগৃহীত
চট্টগ্রামে বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। টস হেরে ফিল্ডিং করতে নামা টাইগারদের বড় খবর—আন্তর্জাতিক টেস্ট অঙ্গনে অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের।
সিলেট টেস্টে খেলা পেসার নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন। ফলে তার জায়গায় নতুন কাউকে একাদশে নিতে হতোই। সেই জায়গা পূরণ করেছেন তরুণ তানজিম। প্রথমবারের মতো সাদা পোশাকে জাতীয় দলের হয়ে মাঠে নামছেন তিনি।
এছাড়া আরও দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং পেসার খালেদ আহমেদ। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন অভিজ্ঞ ব্যাটার এনামুল হক বিজয় এবং অফস্পিনার নাঈম হাসান।
বাংলাদেশের একাদশ এখন কিছুটা ভারসাম্যপূর্ণ হয়েছে। ব্যাটিং শক্তি বাড়াতে এনামুলের অন্তর্ভুক্তি এবং স্পিন বিভাগে বৈচিত্র্য আনতে নাঈমের ফেরানো হয়েছে। অন্যদিকে তরুণ তানজিম সাকিবের অভিষেককে ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের পেস আক্রমণের নতুন রক্ত সঞ্চার নিয়ে।
সবমিলিয়ে, নতুন রূপে সাজানো দল নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে টাইগাররা। তরুণদের এই মিশ্রণে কতটা সাফল্য আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News