ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:57 AM, 24 April 2025.
Digital Solutions Ltd

টেস্ট ব্যাটিংয়ে ধস, আত্মসমালোচনার মুখে বাংলাদেশ

Publish : 12:57 AM, 24 April 2025.
টেস্ট ব্যাটিংয়ে ধস, আত্মসমালোচনার মুখে বাংলাদেশ

টেস্ট ব্যাটিংয়ে ধস আত্মসমালোচনার মুখে বাংলাদেশঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশের টেস্ট ব্যাটিং মানেই এখন ভরসাহীনতা, ধারাবাহিক ব্যর্থতা এবং হতাশার নামান্তর। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিলেট টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং ধসে আরও একবার প্রকাশ পেয়েছে টাইগারদের দীর্ঘদিনের অস্থিরতা।

চতুর্থ দিনে ৬ উইকেট হাতে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তখন লিড ছিল ১১২ রানের। অথচ বাকি ৬ উইকেট হারিয়ে দল যোগ করতে পেরেছে মাত্র ৭১ রান। সেটাও জাকের আলী অনিকের লড়াকু ৫৮ রানের ইনিংসে ভর করে। অথচ দলে ছিলেন শান্ত, মুশফিক, মিরাজদের মতো অভিজ্ঞরা—যাদের কাছ থেকে ভরসা পাওয়ার কথা ছিল।

পরিসংখ্যানে করুণ চিত্র

শেষ ১৪ ইনিংসে বাংলাদেশ ২০০ রানের নিচে গুটিয়ে গেছে ৮ বার। ২৫০ রানের বেশি করতে পেরেছে মাত্র ৩ বার এবং ৩০০ পেরুতে পেরেছে কেবল একবার। ওই একবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান। এর বাইরে ভারতের বিপক্ষে দুই টেস্টেই টাইগাররা আড়াইশ পার করতে পারেনি। সর্বোচ্চ ছিল ২৩৪।

সাম্প্রতিক পাকিস্তান সফরেও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছায়। দ্বিতীয় টেস্টে এক পর্যায়ে ২৬ রানে ৬ উইকেট হারায় দল। পরে লিটন দাস ও মিরাজ মিলে ভরাডুবি কিছুটা ঠেকালেও জয় অধরাই ছিল।

সেঞ্চুরির খরা

এই ১৪ ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি এসেছে মাত্র ১টি—মুমিনুল হকের ১০৭ রান ভারতের বিপক্ষে। বাকি সবাই যেন ‘ফর্ম’ শব্দটাই ভুলে গেছেন।

বিশ্লেষকদের ভাষায়, ‘শুরু থেকে শুরু করতে হবে’

বাংলাদেশের ব্যাটিং নিয়ে এবার প্রশ্ন উঠেছে আরও জোরে। কোচ ফিল সিমন্স কিংবা স্থানীয় পরামর্শক সালাউদ্দিন—দুজনই সম্ভবত আবার খাতা খুলে শেখাতে চাইবেন, “টেস্টে ব্যাটিং মানে কী?”

এই ব্যর্থতা কেবল রান নয়, প্রশ্ন তুলছে ক্রিকেটীয় সচেতনতা ও মানসিক প্রস্তুতির ওপরও। জাতীয় দল মানেই দেশের সেরা ১১ জন ক্রিকেটার, কিন্তু সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স তাদের ‘সেরা’ হওয়ার দাবিকেই প্রশ্নবিদ্ধ করছে।

এবার কেবল আত্মসমালোচনাই নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এবার দল ও বোর্ড কী ধরনের পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়। ব্যাটিং ইউনিটকে কি নতুন করে গড়া হবে, নাকি পুরোনো ভুলের চক্রেই ঘুরপাক খাবে বাংলাদেশ?

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩