পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তারঃ ছবি সংগৃহীত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুমন মিয়া ওরফে মো. হাবিবুল বাসার সুমন (৩৫)। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে দ্রুত ঢাকায় এনে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
সুমনের বিরুদ্ধে অভিযোগ, সে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট একটি চক্রের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে চলতি বছরের শুরুতে বাড্ডা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সে এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও, পুলিশ সূত্রে জানা গেছে—তার কাছ থেকে চক্রের আরও সদস্য ও কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী—অশ্লীল ছবি, ভিডিও, বা অন্যান্য ডিজিটাল উপকরণ তৈরি, প্রকাশ, সংরক্ষণ বা প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
এসআই ফাতেমা সিদ্দিকা বলেন, “আমরা প্রযুক্তি ও ম্যানুয়াল গোয়েন্দা তথ্য ব্যবহার করে তাকে শনাক্ত করতে সক্ষম হই। এ ধরনের অপরাধে জড়িত কেউ রেহাই পাবে না।”
তিনি আরও জানান, "জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনে আরও আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে।"
এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ নাগরিকদেরও এই ধরনের অপরাধ রোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News