ছবি সংগৃহীত
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) উপসচিব মো. মিজানুর রহমান তালুকদারের সই করা অফিস আদেশে বলা হয়, কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে।
কমিটির সভাপতি হিসেবে থাকছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফ মোহাম্মদ খান, ইঞ্জিনিয়ার্স ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সংগঠনের কেন্দ্রীয় সদস্য মো. মাইনুল ইসলাম হোসেন, ঢাকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক মো. আবুল কালাম, পলিটেকনিক ইনস্টিটিউট পরিচালকসহ দুইজন ছাত্র প্রতিনিধি এবং কারিগরি শিক্ষা বিভাগের উপসচিব (কারিগরি শিক্ষা-২)।
কমিটিকে ৩০ দিনের মধ্যে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগও রাখা হয়েছে।
এই ঘোষণা আসার পর আন্দোলনকারী ডিপ্লোমা শিক্ষার্থীরা আপাতত তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ক্লাসে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম সচল রাখবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এক প্রতিক্রিয়ায় বলেন,
"আন্দোলন স্থগিত হওয়ায় কারিগরি শিক্ষাঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা এখন দূর হবে। শিক্ষায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আমরা আশাবাদী।"
উল্লেখ্য, ডিপ্লোমা শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এসব দাবির মধ্যে রয়েছে শিক্ষা মেয়াদ সংক্ষিপ্ত করা, নিয়োগবিধি সংশোধন, সমমানের স্বীকৃতি প্রাপ্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নে নীতিমালা প্রণয়ন।
কমিটির কাজ শুরু হওয়ায় আন্দোলনকারীরা আশাবাদী যে, তাদের দীর্ঘদিনের দাবিগুলো এবার বাস্তবায়নের পথে অগ্রসর হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News