ছবি সংগৃহীত
রোহিঙ্গা সংকট, যা একসময় বৈশ্বিক আলোচনা থেকে হারিয়ে যেতে বসেছিল, তা আবারও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে অন্তর্বর্তী সরকারের নানা কূটনৈতিক উদ্যোগের কারণে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব বলেন, “রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হতে পারে। বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।”
তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যু জোরালোভাবে উপস্থাপন করেন। তার উদ্যোগে জাতিসংঘে একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। এ ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যেখানে ১৭০টিরও বেশি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
দোহার এই সম্মেলন ছাড়াও সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনে মিয়ানমারের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের একটি ফলপ্রসূ বৈঠক হয়। সেখানে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান প্রেস সচিব।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ধারাবাহিক আন্তর্জাতিক উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News