ছবি সংগৃহীত
গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি যেকোনো মূল্যে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। একমাত্র এই পথেই মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির যৌথ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির ৩১ দফা রূপকল্প তুলে ধরা হয়।
তারেক রহমান বলেন, “১৫ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলন করে আসছে। আমাদের বহু নেতাকর্মী গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের এই ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।”
তিনি আরো বলেন, “গত বছরের আন্দোলনে প্রায় ১০০ শিশু নিহত হয়েছে, যারা কোনো অপরাধ করেনি। অথচ শুধুমাত্র গণতন্ত্রের দাবি তুলে ধরার কারণে তারা বলিদান দিয়েছে। এই নির্মমতা পৃথিবীর আর কোনো স্বাভাবিক দেশে হয় না।”
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিএনপি শহীদ জিয়ার আমল থেকেই সংস্কারের ধারায় আছে। আমরা যখন সংস্কার প্রস্তাব দেই, তখন রক্তচক্ষু উপেক্ষা করেই তা দেই। আর এখন যারা দেয়, তারা রাজপথে নেই—তাদের উদ্দেশ্য জনগণই বিচার করবে।”
তিনি বলেন, “৩১ দফা দিয়ে আমরা থেমে নেই। বিএনপি এখন মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছে এই রূপকল্প পৌঁছে দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের দ্বারাই এই বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের বিশ্বাস আছে বিএনপির ওপর, কারণ দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপি-ই করেছে—সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, পরিবেশ—সব জায়গায় আমাদের অবদান রয়েছে। এই আস্থা অর্জন সহজ ছিল না, অনেক ত্যাগের বিনিময়ে তা অর্জিত হয়েছে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News