ছবি সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরে অনৈতিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বিএনপি নেতা কাজী আলমগীরকে। তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বুধবার (২৩ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে কাজী আলমগীরের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কাজী আলমগীরের ‘বিভিন্ন অপকর্ম, অনৈতিক ও চারিত্রিক স্খলনের’ অভিযোগ বিবেচনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেন, যা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটির বিষয়বস্তু অনৈতিক হওয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়, এবং দ্রুতই বিষয়টি দলের নেতৃবৃন্দের নজরে আসে।
ঘটনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করে কাজী আলমগীর ঢাকাপোস্টকে বলেন, “আমার ভুল হয়েছে। আমি ফেসবুক চালাতে জানি না। আর একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে। তারাই ষড়যন্ত্রের কারিগর।”
তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে বিতর্কে জড়ানো হয়েছে এবং ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বলেন, “চারিত্রিক স্খলনের কারণে বিএনপির গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং উপজেলা সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।”
দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
একটি ফেসবুক স্টোরি যেন কীভাবে একজন রাজনীতিকের ক্যারিয়ার মুহূর্তেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে, কাজী আলমগীরের ঘটনাটি তারই বাস্তব উদাহরণ। এ ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলোও নিজের ভাবমূর্তি রক্ষায় এখন কঠোর অবস্থানে যাচ্ছে, যার প্রমাণ সুবর্ণচরের এই সিদ্ধান্ত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News