ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:34 AM, 24 April 2025.
Digital Solutions Ltd

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

Publish : 09:34 AM, 24 April 2025.
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল তিনি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। এ আয়োজনটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

গত ৬ মার্চ, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান। এ সম্মেলনে তিনি বিচারব্যবস্থা ও সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এরপর, ২৮ এপ্রিল তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। ওই দিন সকালেই তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

প্রধান বিচারপতির এ সফর কেবল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিচারব্যবস্থার ভাবমূর্তি উপস্থাপনের একটি বড় সুযোগই নয়, বরং বিচার বিভাগীয় সহযোগিতার নতুন দ্বারও খুলে দিতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

সফর চলাকালীন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এই সময় তিনি আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩