ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:57 AM, 24 April 2025.
Digital Solutions Ltd

"ড. ইউনূসের বিরুদ্ধে মামলা সঠিক ছিল না" — মন্তব্য দুদক আইনজীবীর

Publish : 12:57 AM, 24 April 2025.

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে মামলার প্রেক্ষাপট ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুদকের নিজস্ব আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান।

বুধবার (২৩ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সর্বসম্মতভাবে মামলাটি বাতিলের আদেশ দেন। শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রায় ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুদক আইনজীবী বলেন, “আমি মনে করি, এই মামলার সিদ্ধান্ত সঠিক ছিল না। ড. ইউনূস সারাবিশ্বে সম্মানিত একজন ব্যক্তি। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। এমন একজন ব্যক্তিকে এভাবে মামলায় জড়ানো দেশের জন্য মর্যাদাহানিকর।”

মামলাটির পেছনের ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০২৩ সালের ৩০ মে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থপাচারের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ সংঘটিত হয়েছে। পরে গত বছরের ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ অধ্যাপক ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অভিযোগের বৈধতা নিয়ে ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন। আবেদন খারিজ হলে তারা আপিল বিভাগে যান। শুনানিতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন যুক্তি দেন, শ্রমিকদের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কোম্পানির অর্থ নয়। সুতরাং এটি মানি লন্ডারিং নয় এবং মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, মামলাটি আইনগতভাবে মিথ্যা ও হয়রানিমূলক। এমনকি দুদকের পক্ষ থেকেই এটি পরবর্তীতে প্রত্যাহারের আবেদন করা হয়, যা আদালত বিবেচনায় নিয়েছে।

অ্যাডভোকেট আসিফ হাসান বলেন, “এই মামলায় আমি নিজেও সংগত কারণ দেখতে পাইনি। ইউনূস সাহেবের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। এ রকম একজন ব্যক্তিকে বিচার প্রক্রিয়ায় টেনে আনা দুঃখজনক।”

এই রায়ের মধ্য দিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে চলমান মামলা অবশেষে আইনি সমাপ্তি পেল। আদালতের পর্যবেক্ষণ ও দুদক আইনজীবীর স্বীকারোক্তি এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩