মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা আটক ৩ঃ ছবি সংগৃহীত
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় একটি কওমি মাদরাসায় ছাত্র-শিক্ষকদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের জের ধরে সংঘটিত এ ঘটনায় গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুরের জামেয়াতুল ফালাহ মাদরাসায় এই হামলা চালানো হয়। এতে কয়েকজন ছাত্র-শিক্ষক আহত হন, তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই মাদরাসার কার্যক্রম বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন শেরপুর আবাসিক এলাকার বাসিন্দা চান মিয়া (৫০)। বুধবার তার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন দুপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মাদরাসায় হামলা চালায় তারা।
খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চান মিয়াসহ তার সহযোগী আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়াকে (২৮) অস্ত্রসহ আটক করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, “মাদরাসার ড্রেন বন্ধের ঘটনাকে কেন্দ্র করেই এই হামলার সূত্রপাত হয়। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি। অস্ত্রও জব্দ করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News