ছবি সংগৃহীত
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও দলীয় নেতাদের ওপর হামলার অভিযোগে তাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে দলের একাংশের নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তারা কালা হেলাল ও তার সহযোগীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তার নেতৃত্বে গঠিত গ্যাং গাজী ফুরকান, রানা, মামুন খান, ইসমাইল বিন মনিরসহ এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। তারা প্রশাসন ও ভূমি অফিসে মাসোহারা তোলে এবং ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী ঘরানার অপরাধীদেরও পুনর্বাসন করছে।
সমাবেশে বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি। তিনি বলেন, “তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, দলে সন্ত্রাসীদের ঠাঁই নেই। অথচ হেলালের মতো ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে থেকে দলকে কলুষিত করছে।”
সম্প্রতি পারকি চরের বেড়িবাঁধ প্রকল্পে চাঁদাবাজির প্রতিবাদ করায় আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গফুর সওদাগর ও সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরীর ওপর হামলা চালায় হেলালের বাহিনী। গফুর সওদাগরকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে। এ ঘটনায় মামলা করতে গেলে পুনরায় হামলা চালিয়ে পুলিশ ও নেতাদের ওপর আক্রমণ করা হয় এবং যানবাহনে আগুন লাগানো হয়।
বক্তারা আরও জানান, হেলালের বিরুদ্ধে বিএনপি নেতা জামাল উদ্দিন হত্যা, হুমায়ুন কবির আনছারকে ছুরিকাঘাতসহ একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব করা হয়েছে। তারা তার অপসারণ ও বিচারের দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, হেলাল ও তার বাহিনীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন স্তরের নেতারা। তারা স্লোগান দেন: “সন্ত্রাসের গডফাদার হেলালের শাস্তি চাই, শান্তি চাই, নিরাপদ আনোয়ারা চাই।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News