ছবি সংগৃহীত
বাংলাদেশের পুনর্গঠন ও কাঙ্ক্ষিত সংস্কারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আস্থা রেখে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, বাংলাদেশ-কাতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাতার প্রস্তুত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন শেখ মোহাম্মদ। বৈঠকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের উন্নয়নে ড. ইউনূসের নেতৃত্বকে আমরা গুরুত্বসহকারে দেখছি। আপনার নেতৃত্বে বাংলাদেশ আগামীর শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।” তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন।
অধ্যাপক ইউনূস কাতারকে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ তৈরির আহ্বান জানিয়ে বলেন, “আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সমর্থন অপরিহার্য।”
তিনি কূটনৈতিক, বিনিয়োগ ও আর্থিক খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন। এরই প্রেক্ষিতে কাতারের প্রধানমন্ত্রী বিভিন্ন সম্ভাব্য খাতে আলোচনার জন্য একটি কারিগরি প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক প্রত্যাবাসনের জন্য কাতারের সহযোগিতা কামনা করেন এবং আন্তর্জাতিক সমর্থন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। কাতারের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং টেকসই সমাধানে কাতারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।
গাজা সংকট নিয়েও দুই নেতা সংক্ষিপ্ত আলোচনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News