বাবার লাইসেন্স ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদঃ ছবি সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পিতার ঠিকাদারি লাইসেন্স ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মুখে ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যমে একটি ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে, তিনি তার বাবার ভুল স্বীকার করে বলেন—
“প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”
ঘটনার সূত্রপাত হয় সাংবাদিক জুলকারনাইন সায়ের-এর একটি ফেসবুক স্ট্যাটাস থেকে, যেখানে তিনি প্রকাশ করেন— উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) থেকে ঠিকাদার তালিকাভুক্তির লাইসেন্স পেয়েছেন। দিনপঞ্জি অনুযায়ী, এ বছরের ১৬ মার্চ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এই লাইসেন্স ইস্যু করেন।
আসিফ মাহমুদ তার পোস্টে জানান, এক স্থানীয় ঠিকাদারের পরামর্শে তার বাবা—a প্রধান শিক্ষক—লাইসেন্সটি করেন, যাতে ঠিকাদার সুবিধা পান। কিন্তু এটি স্পষ্টভাবে "কনফ্লিক্ট অব ইন্টারেস্ট" বলে উল্লেখ করেন আসিফ, কারণ তিনি নিজে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি জানান,
“আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এই লাইসেন্স ব্যবহার করে কোনো দরপত্রে আবেদন করা হয়নি। তিনি বলেন, তার বাবা হয়তো স্বার্থসংঘাতের বিষয়টি পুরোপুরি বোঝেননি।
আসিফ মাহমুদ পোস্টের সঙ্গে লাইসেন্স বাতিলের চিঠির স্ক্যান কপিও সংযুক্ত করেন, যা ঘটনার স্বচ্ছতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করছেন অনেকে।
সাংবাদিক জুলকারনাইন তার স্ট্যাটাসে জানান, বিষয়টি জানার পর তিনি উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে উপদেষ্টা এটি অস্বীকার করলেও পরে তথ্য যাচাই করে তা সত্য বলে নিশ্চিত করেন এবং তার পিতা প্ররোচিত হয়ে এটি করেছেন বলে উল্লেখ করেন।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও উপদেষ্টা আসিফ মাহমুদের স্বচ্ছ ব্যাখ্যা ও পদক্ষেপকে ইতিবাচক বলেই দেখছেন সচেতন মহল। কেউ কেউ বলছেন, রাষ্ট্রের দায়িত্বশীল কেউ জনস্বার্থে এভাবে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ব্যবস্থা নেওয়া বিরল এবং প্রশংসনীয় উদাহরণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News