টাঙ্গাইলে ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যুঃ ছবি সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘটে গেছে মর্মান্তিক এক দুর্ঘটনা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৬টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় এক নারী নিহত হয়েছেন।
নিহত নারীর নাম মোছা. রমেছা বেগম (৫৫)। তিনি ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, আর তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে টেপিবাড়ী মোড় এলাকায় হঠাৎ করেই জামালপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ঘরের ভেতরে ঘুমন্ত রমেছা বেগম ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জানান, বিকট শব্দে ঘুম ভাঙে আশপাশের লোকজনের। ছুটে গিয়ে তারা দেখেন, পুরো ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ট্রাক উল্টে পড়েছে। তারা দ্রুত চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আইনি পদক্ষেপ ও উদ্ধার কার্যক্রম
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই।
পরিবারে শোকের ছায়া
রমেছা বেগমের মৃত্যুর খবরে পরিবার ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী জানান, তিনি ছিলেন শান্ত-শিষ্ট ও পরহেজগার নারী। অকারণে এমন মৃত্যু মানতে পারছেন না কেউ।
এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল মহাসড়ক লাগোয়া ঘনবসতিপূর্ণ এলাকায় চালকের অসচেতনতা কীভাবে জীবনের জন্য ঝুঁকি হয়ে ওঠে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News