ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:34 AM, 24 April 2025.
Digital Solutions Ltd

মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি যোগে কাতার চ্যারিটির সহায়তা কামনা অধ্যাপক ইউনূসের

Publish : 09:34 AM, 24 April 2025.
মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি যোগে কাতার চ্যারিটির সহায়তা কামনা অধ্যাপক ইউনূসের

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের ভবিষ্যৎকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানবিক সংস্থা কাতার চ্যারিটি-এর সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি-এর সঙ্গে বৈঠককালে তিনি এ প্রস্তাব রাখেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশে লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে। তাদের প্রযুক্তি শিক্ষায় যুক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ কর্মশক্তি আরও দক্ষ ও যুগোপযোগী হয়ে উঠবে।” তিনি কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিভিত্তিক অন্যান্য দক্ষতা শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, কাতার চ্যারিটি মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে প্রযুক্তি সংযোজনের ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করতে পারে। শিক্ষার্থীরা সহজে শিখতে পারে এবং দ্রুত দক্ষতা অর্জন করতে সক্ষম—এই আস্থাও প্রকাশ করেন তিনি।

বৈঠকে কাতার চ্যারিটির পক্ষ থেকে জানানো হয়, তারা ইতোমধ্যে কিছু মাদ্রাসাকে দক্ষতা ও জীবিকা প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে। সংস্থাটি প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলেও আশ্বস্ত করে।

এ সময় অধ্যাপক ইউনূস কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা, বিশেষ করে এলপিজি বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি, নারী শিক্ষা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে লক্ষ্যভিত্তিক সহায়তার অনুরোধও জানান।

এছাড়া, বাংলাদেশের ক্ষুদ্রঋণ উদ্যোগ ও দারিদ্র্য বিমোচনে কাতার চ্যারিটিকে ভূমিকা রাখার জন্য দেশের বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বে উৎসাহ দেন তিনি।

এই বৈঠক বাংলাদেশে মাদ্রাসাভিত্তিক শিক্ষায় একটি নতুন দিগন্তের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩