ছবি সংগৃহীত
তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিয়েছে লিবিয়ার ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস। একাধিক চেষ্টার পর অবশেষে এসব বাংলাদেশিরা দেশে ফেরার আশায় বুক বাঁধছেন।
গতকাল (২২ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করা হয়েছে। এই আউটপাসগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তিউনিসিয়ার কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, দূতাবাসের এক প্রতিনিধি তিউনিসিয়ায় সরাসরি উপস্থিত হয়ে আটকে পড়া প্রবাসীদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের মনোবল ধরে রাখতে উৎসাহ দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে আগামীকাল (২৩ এপ্রিল) ২১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। অবশিষ্ট প্রবাসীদের দ্রুত ফেরাতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও, তিউনিসিয়ার জানবুদা শহরে আটক থাকা দুই বাংলাদেশি নাগরিকের জন্য স্থানীয় আদালতে আইনি সহায়তা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস। আশা করা যাচ্ছে, দ্রুতই তাদের মুক্তি মিলবে এবং দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
বাংলাদেশ দূতাবাসের এমন তৎপরতা প্রবাসীদের মাঝে স্বস্তি ও আস্থার বাতাস বইয়ে দিয়েছে। পরিবার ও স্বজনদের অপেক্ষার প্রহরও এবার যেন শেষের দিকে।
সরকারের প্রবাসীবান্ধব নীতির আলোকে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News