সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তা জিম্বাবুয়ের, জয় দেখছেন বেনেটঃ ছবি সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে ২৫ রানে। হাতে আছে নয়টি উইকেট। যদিও স্বাগতিক শিবির এখনো ম্যাচের লাগাম নিজেদের হাতে আছে বলেই মনে করছে, জিম্বাবুয়ের শিবিরে চলছে এক ভিন্ন আত্মবিশ্বাসের জোয়ার।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বেনেট বলেন, “দারুণ সুযোগ আমাদের সামনে। কালকে আবার এসে ভালোভাবে লড়াই করতে হবে আমাদের। এই ম্যাচে এখনও অনেক খেলা বাকি আছে।”
রায়ানের এই বক্তব্যে ফুটে ওঠে জিম্বাবুয়ে দলের লড়াইয়ের মানসিকতা। যদিও প্রতিপক্ষের মাঠে খেলে এমন আত্মবিশ্বাস কমই দেখা যায়, কিন্তু বেনেটের কণ্ঠে ছিল স্পষ্ট লক্ষ্যের বার্তা—ম্যাচ জেতার।
উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেছেন বেনেট। প্রথম দিন যেখানে সিলেটের উইকেটে টার্ন এবং বাউন্সের কারণে ব্যাটিং কিছুটা কঠিন ছিল, এখন তা অনেকটাই সহনীয় বলে জানিয়েছেন তিনি। “এখন মনে হচ্ছে উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা সহজ হয়েছে। প্রথম দিনের তুলনায় উইকেট অনেক বদলে গেছে,” বলেন বেনেট।
যদিও দ্বিতীয় দিনের শুরুতেই নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বেনেট, তিনি রানার প্রশংসা করতেও ভুল করেননি। “অবশ্যই তার ভালো গতি আছে। আমি বল দেখে খেলি, কিন্তু আমার দিক থেকে কিছু ভুল ছিল, যেটার কারণে আমি আউট হয়ে যাই।”
বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার গতি এবং নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের ব্যাটারদের সমস্যায় ফেলছে বারবার। বেনেট বলেন, রানার বলের গতি ও সুইং চোখে পড়ার মতো, তবে তিনি নিজের ব্যাটিং ব্যর্থতার দায়ও স্বীকার করেন।
তবে দিন শেষে জিম্বাবুয়ে দল ক্যাচ মিসের মতো গুরুত্বপূর্ণ ভুলগুলো নিয়েও সচেতন। বেনেট জানালেন, “অবশ্যই অনেক সুযোগ মিস করেছি আমরা। কেউ ক্যাচ মিস করতে চায় না। তবে সবাই পরস্পরকে সমর্থন করেছে, কারও প্রতি রাগ-ক্ষোভ দেখায়নি।”
বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও উইকেটে থাকা নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক আগামী দিনের শুরুতে বড় ইনিংস গড়তে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের দিকে ঘুরে যেতে পারে। তবে জিম্বাবুয়ের ক্রিকেটারদের চোখে এখনো উজ্জ্বল এক সম্ভাবনার চিত্র।
আগামী দিনের খেলা দেবে এই উত্তেজনাকর টেস্টে ভাগ্য নির্ধারণের আভাস—মিরাজের বাস্তবতা, নাকি বেনেটদের স্বপ্ন, শেষ হাসি কে হাসবে?
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News