ছবি সংগৃহীত
বৃষ্টির চোখ রাঙানি পিছু ছাড়ছে না সিলেট টেস্টে। তৃতীয় দিনে এক সেশন পুরোপুরি ভেসে যাওয়ার পর, এবার চতুর্থ দিনের শুরুতেও খেলা শুরু হয়নি নির্ধারিত সময় ৯টা ৪৫ মিনিটে। আবহাওয়া অনুকূলে না থাকায় ১০টায় মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।
তৃতীয় দিনে বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ৪৪ ওভার। বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামলেও দিন শেষ হয়েছে আগেভাগেই আলোকস্বল্পতার কারণে। দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪ উইকেটে ১৯৪ রান। এতে জিম্বাবুয়ের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ১১২ রানে।
এই দিনে উইকেট হারান তিন অভিজ্ঞ ব্যাটার। জয় ৩৩ রানে ফিরেন, মুমিনুল ৪৭ রানে ফিরলে হতাশ হন ফিফটির কাছাকাছি গিয়ে। আর মুশফিকুর রহিমের নামের পাশে যোগ হয়েছে মাত্র ৪ রান।
এখন ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তরুণ জাকের আলী। শান্ত ৬০ রানে অপরাজিত, আর জাকেরের সংগ্রহ ২১।
জিম্বাবুয়ের পক্ষে এখন পর্যন্ত ৩ উইকেট শিকার করেছেন পেসার ব্লেসিং মুজারাবানি। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে ২০০ রানের মধ্যেই আটকে দিতে চান তারা।
তবে দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানালেন ভিন্ন বার্তা। তার ভাষায়, “আমরা চাই কমপক্ষে ৩০০ রানের লিড নিতে। উইকেট এখনো ব্যাটিং সহায়ক। আমাদের আত্মবিশ্বাস আছে।”
বৃষ্টি ও আবহাওয়ার বাধা না থাকলে ম্যাচের চিত্র বদলাতে পারে দ্রুতই। এখন দেখার বিষয়, টাইগাররা কেমনভাবে এগোয় ৩০০ রানের লিডের পথে, আর জিম্বাবুয়ে কিভাবে আটকায় সেই যাত্রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News