ছবি সংগৃহীত
আইপিএলে মাইলফলকের দিনে আলো ছড়াতে না পারলেও ইতিহাস গড়লেন জসপ্রিত বুমরাহ। বুধবার (২৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এক উইকেট নিয়েই তিনি জায়গা করে নিলেন এক অভিজাত তালিকায়।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ওভার বল করে ৩৯ রানে ১ উইকেট শিকার করেন বুমরাহ। এটাই ছিল তার স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০০তম উইকেট। এই কীর্তির মাধ্যমে তিনি দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন।
ভারতীয় বোলারদের মধ্যে এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন চারজন—
যুজবেন্দ্র চাহাল (৩৭৩ উইকেট)
পীযুষ চাওলা (৩১৯ উইকেট)
ভুবনেশ্বর কুমার (৩১৮ উইকেট)
রবিচন্দ্রন অশ্বিন (৩১৫ উইকেট)
এই তালিকায় এবার যুক্ত হলেন বুমরাহ, যিনি ২৩৭ ইনিংসে এই কীর্তি গড়লেন। এই সংখ্যাটা বিশেষ কারণ পেসারদের মধ্যে এত দ্রুত ৩০০ উইকেট পেতে তার চেয়ে এগিয়ে আছেন কেবল দুইজন:
অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস)
লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)
এদিন বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানকেও পেছনে ফেলেছেন বুমরাহ। মোস্তাফিজ ৩০০ উইকেট পেয়েছিলেন ২৪১ ইনিংসে। অর্থাৎ বুমরাহ চার ইনিংস আগে ছুঁলেন এই সাফল্য।
আরেকটি অর্জনও যুক্ত হলো এই ম্যাচে—মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় বুমরাহ এখন যৌথভাবে শীর্ষে। ২০১৩ সালে আইপিএল অভিষেকের পর মুম্বাইয়ের হয়ে তার উইকেট সংখ্যা এখন ১৭০, যা লাসিথ মালিঙ্গার সাথেই ভাগ করে নিচ্ছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News