ছবি সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিন শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। আগের দুই দিনের আলোকস্বল্পতা পুষিয়ে নিতে সময় এগিয়ে আনা হয়েছিল। তবে পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি।
সকাল থেকেই সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। শুরু থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলায় এখনও মাঠে খেলার শুরু নিয়ে কোনো কার্যক্রম চোখে পড়েনি। এমনকি নির্ধারিত সময়েও মাঠে আসেনি কোনো দল। সকাল ১০টায় এসে দুই দল মাঠে পৌঁছালেও তারা অবস্থান নিয়েছে নিজেদের ড্রেসিংরুমে। অপেক্ষা শুধু বৃষ্টি থামার।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৫৭ রান। দলটি তখনও পিছিয়ে ২৫ রানে। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তাদের কাছেই প্রত্যাশা দলের ইনিংস টেনে তোলার।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। একমাত্র উল্লেখযোগ্য ইনিংস ছিল মুমিনুল হকের ৫৬ এবং শান্তর ৪০ রান। জিম্বাবুয়ে এরপর তাদের প্রথম ইনিংসে তোলে ২৭৩ রান। দলের হয়ে ব্রায়ান বেনেট ৫৭ এবং শন উইলিয়ামস করেন ৫৯ রান।
নিচের দিকের ব্যাটার এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের ছোট ছোট ইনিংস জিম্বাবুয়েকে এনে দেয় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতই সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ, তখন দলীয় রান ছিল মাত্র ১৩। পরে জয়-মুমিনুল জুটি যোগ করেন আরও ৪৪ রান।
তবে আজকের বৃষ্টি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে কিছুটা থামিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, আবহাওয়ার উন্নতি হলে কতটা সময় খেলা হতে পারে এবং তৃতীয় দিন বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News