ছবি সংগৃহীত
গোড়ালির ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চোটের উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন—এ কথা জানিয়ে তার এই সিরিজ থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিত করলেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, “তাসকিনের চিকিৎসার জন্য ২৯ এপ্রিল ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে। আমরা তার আগেই রওনা দেব। আমি নিজেও তাসকিনের সঙ্গে সফরে যাচ্ছি।”
তাসকিনের বাঁ পায়ের গোড়ালিতে হাড়ের একটি অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এটি সম্পূর্ণভাবে সারানো না গেলেও সেটিকে নিয়ন্ত্রণে রেখে খেলতে হবে বলে আগেই জানিয়েছিলেন দেবাশীষ। দেশে চোট পুনর্বাসনের অধীনে থেকেও পুরোপুরি সুস্থতা ফিরে না পাওয়ায় এবার উন্নত চিকিৎসার আশায় তাকে বিদেশে পাঠানো হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কিছু ম্যাচ খেলেছিলেন তাসকিন। তবে সেই চাপ হয়তো তার গোড়ালির চোটকে আবারও জটিল করে তুলেছে।
বিসিবি আশাবাদী, ইংল্যান্ডের চিকিৎসা শেষে তাসকিন দ্রুতই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন এবং আসন্ন সিরিজগুলোতে মাঠে নামতে পারবেন। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে—তা নির্ভর করছে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ ও সুপারিশের ওপর।
তাসকিনের এই অনুপস্থিতি বাংলাদেশ দলের পেস আক্রমণে কিছুটা ঘাটতির জন্ম দিলেও তার সুস্থতা এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্য চিকিৎসা প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন নির্বাচকরাও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News