ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:24 AM, 29 April 2025.
Digital Solutions Ltd

পিএসএলে যোগ দিলেন নাহিদ রানা, একাদশে জায়গা পেতে কঠিন লড়াই

Publish : 08:24 AM, 29 April 2025.
পিএসএলে যোগ দিলেন নাহিদ রানা, একাদশে জায়গা পেতে কঠিন লড়াই

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির একাদশে জায়গা পাওয়া সহজ হবে না তার জন্য।

শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতেই পাকিস্তানে পৌঁছান রানা। টিম হোটেলে পৌঁছানোর ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। ক্যাপশনে তারা লেখে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’

রানার পেশোয়ারে যোগ দেওয়ার পরদিনই (আজ) ম্যাচ রয়েছে তাদের। ফলে অনুশীলন ছাড়াই দলে সুযোগ পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার পাশাপাশি মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে।

এখন পর্যন্ত আসরের ৫ ম্যাচেই খেলেছেন ক্যারিবীয় পেসার জোসেফ। যদিও ৭ উইকেট শিকার করলেও তার ইকোনমি রেট (৯.১০) প্রশ্নবিদ্ধ। অন্যদিকে, ইংলিশ পেসার লুক উড তিন ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, ইকোনমি ৬.৮১। রানা মূলত উডের বিকল্প হিসেবেই স্কোয়াডে আসেন। তবু উডকে দলে রেখে দিয়েছে পেশোয়ার, যা রানা একাদশে ঢোকার লড়াইটা কঠিন করে তুলেছে।

পেশোয়ার তাদের বিদেশি খেলোয়াড়দের মধ্যে মিচেল ওয়েন, আলজারি জোসেফ, জর্জ লিন্ডে এবং ম্যাক্স ব্রায়ান্টকে পালাক্রমে খেলিয়েছে। অলরাউন্ডার মিচেল ওয়েন নিয়মিত একাদশের অংশ হওয়ায় রানা যদি সুযোগ চান, তাহলে সরাসরি জোসেফ বা উডকে টপকাতে হবে।

ঢাকা ছাড়ার আগে নিজের লক্ষ্যের কথা জানান নাহিদ রানা।  তিনি বলেন, ‘নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।’

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত ড্রাফটে পেশোয়ার তাকে ‘গোল্ডেন ক্যাটাগরি’ থেকে দলে নিয়েছিল। তবে জাতীয় দলের টেস্ট খেলার কারণে পিএসএলের প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

বর্তমানে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে পেশোয়ার জালমি। বাকি ম্যাচগুলোতে রানা কি নিজের জায়গা পাকা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উজিরপুরে দাখিল পাস 'ডাক্তার' রেজাউলের এক বছরের জেল শিরোনাম বরিশালে আধিপত্য বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ শিরোনাম অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিল জনতা শিরোনাম পুলিশকে ধৈর্যের নির্দেশ, অপ্রয়োজনে লাঠিচার্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকার ঘরের সামনেই বিষপান করে প্রাণ দিলেন ৬০ বছরের প্রেমিক শিরোনাম জাতীয় ঐক্যের ডাক: উত্তেজনার মাঝেই ইমরান খানের মুক্তি চায় পাকিস্তান সংসদ