ছবি সংগৃহীত
দাখিল পাস করে ‘এমবিবিএস ডাক্তার’ সেজে রোগী দেখার অভিযোগে বরিশালের উজিরপুরে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে এই শাস্তি কার্যকর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, রেজাউল ইসলাম এমবিবিএস পাস না করেও নিজেকে চিকিৎসক দাবি করে দীর্ঘদিন ধরে রোগীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। ভারতের একটি প্রতিষ্ঠানের ভুয়া সার্টিফিকেট দেখিয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করলেও সেটির কোনো স্বীকৃতি নেই।
রেজাউল পরিচালনা করতেন “মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নামের একটি প্রতিষ্ঠান। এখান থেকে বহু রোগী ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরেই তিনি প্রেসক্রিপশন দিচ্ছিলেন, রোগ নির্ণয় করছিলেন এবং বিভিন্ন রোগের চিকিৎসাও করতেন, যা আইনত সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
এর আগে, গত ২৭ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের পর ২৯ এপ্রিল পুনরায় অভিযানে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে দোষী সাব্যস্ত করে রেজাউল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানো হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলামকে আমরা হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।”
স্থানীয়দের দাবি, এই ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া দরকার, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News