ছবি সংগৃহীত
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ এক লিড গড়ার পথে ছিল বাংলাদেশ। তবে দিনের শেষ সেশনে হঠাৎ ধসে সেই স্বপ্নে লাগল আঁচড়। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান তুলে ৬৪ রানের লিডে দিন শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শুরুটা বাংলাদেশ দলের জন্য ছিল একেবারে স্বস্তিদায়ক। আগের দিন ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শেষ করা জিম্বাবুয়ে এদিন আর কোনো রান যোগ করতে পারেনি। তাইজুল ইসলামের ঘূর্ণি তাণ্ডবে মাত্র এক বলেই তাদের ইনিংস গুটিয়ে যায়।
নিজেদের ব্যাটিংয়েও শুরুটা চমৎকার করেছে স্বাগতিকরা। দীর্ঘ সময় পর দলে ফেরা এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নামেন সাদমান ইসলাম। শুরুতেই গড়ে ওঠে ১১৮ রানের জুটি। বিজয় ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করে এলবিডব্লিউ হন মুজারাবানির বলে। যদিও সেটিও তার ক্যারিয়ারের সেরা ইনিংস।
অন্যদিকে, ফর্মে থাকা সাদমান খেলেছেন এক নান্দনিক ইনিংস। ১৪২ বলে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, যার প্রথমটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। সাদমানের ১২০ রানের ইনিংসে ছিল ১৬টি চারের সঙ্গে একটি ছক্কা।
মুমিনুল হক ও শান্তর ব্যাটেও আসে মাঝারি অবদান। মুমিনুল করেন ৩৩, শান্ত ২৭ ও মুশফিক করেন ২৬ রান। তবে শেষ বিকেলের ধাক্কা ছিল সবচেয়ে বড় ধাক্কা। দিনের শেষ ২০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
দিন শেষে ক্রিজে আছেন মেহেদি হাসান মিরাজ (১৬*) ও তাইজুল ইসলাম (৫*)।
তবে লিড যেহেতু ৬৪ রানের, ম্যাচের নিয়ন্ত্রণ এখনো বাংলাদেশের হাতেই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News