ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 10:08 AM, 29 April 2025.
Digital Solutions Ltd

বরিশালে আধিপত্য বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

Publish : 10:08 AM, 29 April 2025.
বরিশালে আধিপত্য বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রীপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রত্নপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম (ইসমাইল) ও ৮নং ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক জালাল সরদারের অনুসারীদের মধ্যে। মঙ্গলবার দুপুরে এই বিরোধ রূপ নেয় সংঘর্ষে।

জালাল সরদারের সমর্থকরা মিশ্রীপাড়া বাজারে মনিরুল ইসলামের অনুসারীদের ধাওয়া করলে তারা রেজাউল হাওলাদারের একটি ওয়ার্কশপে আশ্রয় নেয়। অভিযোগ রয়েছে, এরপর জালালপন্থীরা ওই ওয়ার্কশপে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুটে নেয়। হামলাকারীরা হাতুড়ি ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মিঠু হাওলাদার (৩৮), হিরু হাওলাদার (২৪), শওকত হাওলাদার (৩৫) ও জুয়েল হাওলাদারকে (৩০)।

অন্যদিকে প্রতিপক্ষ জালাল সরদারের অনুসারী জুয়েল সরদার (২৩), সোহান সরদার (২১), মামুন ফকির (২০) ও তুষার সরদার (২২) আহত হন পাল্টা হামলায়। সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে ছুরিসহ শাকিব চৌকিদার নামে এক কিশোরকে আটক করে। ঘটনার পর দুই পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় থানা পুলিশ।

বিষয়টি নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে। জালাল সরদার দাবি করেন, বাজারের ইজারার টাকা উত্তোলনে বাধা দিলে ইসমাইল গং হামলা চালায়। অন্যদিকে, ইসমাইল অভিযোগ অস্বীকার করে বলেন, জালাল মিথ্যা অপবাদ দিয়ে নিজেই তার ভাই ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউল ইসলাম বলেন, “ঘটনার তদন্তে একজন অফিসার পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উজিরপুরে দাখিল পাস 'ডাক্তার' রেজাউলের এক বছরের জেল শিরোনাম বরিশালে আধিপত্য বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ শিরোনাম অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিল জনতা শিরোনাম পুলিশকে ধৈর্যের নির্দেশ, অপ্রয়োজনে লাঠিচার্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকার ঘরের সামনেই বিষপান করে প্রাণ দিলেন ৬০ বছরের প্রেমিক শিরোনাম জাতীয় ঐক্যের ডাক: উত্তেজনার মাঝেই ইমরান খানের মুক্তি চায় পাকিস্তান সংসদ