ছবি সংগৃহীত
রাজধানীর কাকরাইলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ঘিরে। অভিযোগ, তিনি 'আওয়ামী লীগের দালাল'—এই অভিযোগ তুলে একদল জনতা তাকে মারধর করে রমনা থানায় হস্তান্তর করে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জনতার একাংশ স্লোগান দিতে দিতে সিদ্দিককে টেনে থানার দিকে নিয়ে যায়। মারধরের একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানিয়েছেন, "স্থানীয় জনগণ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে সিদ্দিকের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্টে সংঘটিত একাধিক সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব অভিযোগ সম্পর্কে এখন পর্যন্ত সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন অভিনেতা সিদ্দিক। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও দলীয় মনোনয়ন সংগ্রহ করেন, তবে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি।
সিদ্দিকের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News