ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:24 AM, 29 April 2025.
Digital Solutions Ltd

কাশ্মিরে হামলার জেরে ফের জরুরি বৈঠকে মোদি

Publish : 08:24 AM, 29 April 2025.
কাশ্মিরে হামলার জেরে ফের জরুরি বৈঠকে মোদি

কাশ্মিরে হামলার জেরে ফের জরুরি বৈঠকে মোদিঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের বর্বর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৬ জন। এর জেরে ফের দ্বিতীয়বারের মতো ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি সিসিএস -এর বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

বৈঠকে ভারতের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা এবং প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও, গত বৃহস্পতিবার এক সিসিএস বৈঠকের পর মোদি সরকার পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিন্ধু নদ চুক্তি বাতিলের মতো সাহসী সিদ্ধান্ত নেয়।

এদিনের বৈঠকটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এরপরই মোদি বসবেন রাজনীতি বিষয়ক কমিটি (CCPA) এবং অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গে। এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রভাব এবং সম্ভাব্য আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

রাজনীতি বিষয়ক কমিটিতে থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়িসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী।

গত সপ্তাহে নেয়া কড়াকড়ি সিদ্ধান্তের জবাবে পাকিস্তানও দিয়েছে পাল্টা পদক্ষেপ। তারা ভারত-পাকিস্তান সিমলা চুক্তি ও অন্যান্য দ্বিপক্ষীয় সমঝোতা বাতিল করেছে। ভারতের নাগরিকদের পাকিস্তান ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।

এরই মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলির ঘটনা ঘটছে। যুদ্ধের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক।

আগামীকালকের বৈঠক থেকে যে কোনো বড় সিদ্ধান্ত আসতে পারে—এমনটাই মনে করছেন কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উজিরপুরে দাখিল পাস 'ডাক্তার' রেজাউলের এক বছরের জেল শিরোনাম বরিশালে আধিপত্য বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ শিরোনাম অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিল জনতা শিরোনাম পুলিশকে ধৈর্যের নির্দেশ, অপ্রয়োজনে লাঠিচার্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকার ঘরের সামনেই বিষপান করে প্রাণ দিলেন ৬০ বছরের প্রেমিক শিরোনাম জাতীয় ঐক্যের ডাক: উত্তেজনার মাঝেই ইমরান খানের মুক্তি চায় পাকিস্তান সংসদ