ছবি সংগৃহীত
ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের ফকিরহাট বাজারে সোমবার ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ করে শুরু হওয়া এই ঝড়ে বাজারের তালগাছ, পল্লী বিদ্যুতের খুঁটি এবং একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শুরু হওয়া ঝড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো বাজার এলাকা লন্ডভন্ড হয়ে যায়। বহু দোকানের ছাউনি উড়ে যায়, কিছু দোকান সম্পূর্ণ ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই ঝড়ে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহে মাঠে নেমেছে।
বাজারের পুনর্গঠনের জন্য স্থানীয় প্রশাসনের দ্রুত সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News