ছবি সংগৃহীত
বরিশাল জজ কোর্ট চত্বরে দিনের আলোতে চাঁদাবাজির ঘটনা! মঙ্গলবার সকাল ২৯ এপ্রিল, গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে এক প্রতারকের সাহসী চাঁদা আদায়ের দৃশ্য।
ঘটনাটি ঘটে তখন, যখন এক গণমাধ্যম কর্মী কাজের ফাঁকে শরবত খেতে দাঁড়ান এক ঠেলা শরবতের দোকানে। হঠাৎ সেখানে হাজির হন এক ব্যক্তি, যিনি নিজেকে কোর্টের কর্মচারী বলে দাবি করেন। শুরু হয় চাঁদার দাবি—প্রথমে ১০০ টাকা, পরে কমে ৩০ টাকা। হুমকি দেন দোকান তুলে দেয়ার। এমনকি ফোন দিতে বলেন দোকানদারের বাবাকে।
ভয়ে দোকানদার দেন ৩০ টাকা। তবে পুরো ঘটনা ধরা পড়ে গণমাধ্যম কর্মীর ক্যামেরায়। পথরোধ করে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলেন, "আমি ধার নিছি", এবং পরিচয় দিতে অস্বীকৃতি জানান। আরও বলেন, "আমার নাম দরকার নাই, আমি কিছু করি না।"
ক্যামেরা সামনে বললেও, ফের দোকানে ফিরে গিয়ে দোকানদারকে ধমকাতে থাকেন এবং ৩০ টাকা ফিরিয়ে দিয়ে এলাকা ত্যাগ করেন।
এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রশ্ন উঠেছে—জজ কোর্ট চত্বরে এমন নিরাপত্তাহীনতা কেন? আইন-আদালতের আশপাশে এমন চাঁদাবাজি কি সাধারণ মানুষকে ভীত করে তুলছে না?
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News