ছবি সংগৃহীত
পুলিশকে আরও জনবান্ধব ও দায়িত্বশীল করতে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না। ধৈর্য ধরে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা নিজেদের সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই ঘুষ বা দুর্নীতির সঙ্গে জড়ানো যাবে না।”
তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের কাজে ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। ধৈর্যের সঙ্গে কাজ করলে অনেক সংঘাত এড়ানো সম্ভব। মানুষকে সেবা দিতে হবে আন্তরিকতা নিয়ে, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।”
সভায় পুলিশের বিভিন্ন সমস্যার কথাও উঠে আসে। বিশেষ করে অধস্তন ফোর্সদের খাবার, থাকা এবং যানবাহনের সংকট নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, থানাগুলোতে ২০০টি নতুন পিকআপ ভ্যান সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, পুলিশের কনস্টেবল ও এসআই পর্যায়ের ঝুঁকি ভাতার সীমাবদ্ধতা তুলে দিয়ে বেশি ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া, এসআই ও এএসআই পর্যায়ের পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। স্বামী-স্ত্রী উভয়েই পুলিশ সদস্য হলে তাদের একই জেলায় পদায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
সভায় আরও আলোচনা হয় পুলিশের ট্রাফিক সদস্যদের জন্য শেলটার স্থাপন, রাতে টহলরত সদস্যদের জন্য তাঁবু, মাদক চক্রের মূল হোতাদের ধরতে অভিযান জোরদার করার ব্যাপারে।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং আইজিপি বাহারুল আলম। আইজিপি তার স্বাগত বক্তব্যে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News