ভারতে সাজা শেষ করে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি যুবকঃ ছবি সংগৃহীত
ভারতে ৩ বছর ৪ মাস সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি যুবক। তাদের মধ্যে এক যুবক অস্ত্র ও পর্নোগ্রাফি মামলার আসামি ছিলেন।
গতকাল (২৬ এপ্রিল) শনিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এরপর আনুষ্ঠানিকতা শেষে, তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ২০২২ সালের ৪ মার্চ দালালদের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের মুম্বাইয়ে কৃষিকাজসহ বিভিন্ন কাজ করতে থাকেন। কিন্তু ২০২২ সালের ২৬ ডিসেম্বর তাদের পুলিশ আটক করে এবং আদালত তাদের ৩ বছর ৪ মাসের কারাদণ্ড প্রদান করে। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা দেশে ফিরেছেন।
ফেরত আসা যুবকদের নাম হলো: রবিউল ইসলাম (৩৩), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫), ও আল আমিন হোসেন (২০)। তারা শরীয়তপুর, যশোর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ তাদের ফিরিয়ে আনতে সহায়তা করেছে এবং ফিরতি যুবকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News