ছবি সংগৃহীত
বরিশালের মুলাদী উপজেলায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন ৬০ বছর বয়সী হারুন মোল্লা নামের এক ব্যক্তি। রবিবার দিবাগত রাতে প্রেমিকার ঘরের সামনে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
হারুন মোল্লা বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে হারুন মোল্লার পরকীয়ার সম্পর্ক ছিল। সেই নারীকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন হারুন। তবে নারী বিয়েতে রাজি না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।
নিহতের ছেলে জাহাঙ্গীর মোল্লা বলেন, “আমার মা জীবিত থাকা অবস্থায়ও বাবা অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর কাছে প্রায় দেড় লাখ টাকা দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ২৬ এপ্রিল গ্রাম্য সালিশ হয়, যাতে সিদ্ধান্ত হয়—তাদের কেউ কারও সঙ্গে যোগাযোগ করবেন না।”
সেই সালিশ বৈঠকের পর থেকে হারুন বাড়িতে ফেরেননি। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বেপারি জানান, সোমবার ভোরে প্রেমিকার ঘরের সামনেই তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে ছিল একটি বিষের বোতল। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেউ কেউ বিষয়টিকে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—মানসিক স্বাস্থ্য সচেতনতাই হতে পারে এমন ঘটনার প্রতিরোধ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News